https://www.emjanews.com/

9767

international

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১০

আন্তর্জাতিক

আরব-মুসলিম দেশগুলোর আকাশপথ অবরোধ ইসরায়েলের জন্য বড় ধাক্কা হতে পারে

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের আল হাবতুর রিসার্চ সেন্টার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলছে, আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি সমন্বিতভাবে ইসরায়েলের আকাশপথ অবরোধ করে, তবে তা তাদের অর্থনীতি, নিরাপত্তা ও ভূরাজনীতি  প্রভাবিত করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর কাতারে হামলার পর এটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। আকাশপথ বন্ধ হলে ইসরায়েলের জিডিপি ৪.৮-৫.৭ শতাংশ কমতে পারে, ফ্লাইটে সময় ও খরচ বেড়ে যাবে, পর্যটন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া যদি এতে যোগ দেয়, তবে ইসরায়েল এশিয়া ও আফ্রিকার বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ হারাবে।

গবেষকরা মনে করেন, এ ধরনের অবরোধ নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি করবে এবং যুক্তরাষ্ট্রকেও কূটনৈতিক সংকটে ফেলবে। তবে বাস্তবে সমন্বিত অবরোধের সম্ভাবনা কম, কারণ এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে এবং অবরোধকারী দেশগুলোর নিজেদেরও ক্ষতি হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটি এখন বিশ্বমঞ্চে ‘স্বনির্ভর’ অর্থনীতির দিকে যেতে হবে এবং নতুন অস্ত্রশিল্প ও গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে।

গবেষণা প্রতিষ্ঠাতা খলাফ আহমদ আল হাবতুর বলেন, আরবেরা একসঙ্গে হলে ইসরায়েলের ওপর কার্যকর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে-এতে রক্তপাত ছাড়া দেশটির কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন বাধ্যতামূলক হবে।

প্রতিবেদন থেকে স্পষ্ট, আকাশপথ অবরোধ শুধুমাত্র ইসরায়েলের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে না, এটি পুরো অঞ্চলের ভূরাজনীতি ও নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করবে।