https://www.emjanews.com/

9832

international

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৩

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধ থামিয়েছি আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত:ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানসহ বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন। এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি থামানো প্রতিটি যুদ্ধের জন্য আলাদা নোবেল পুরস্কার প্রাপ্য বলে দাবি করেন ট্রাম্প।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।’

তিনি আরও জানান, বাণিজ্যের চাপের কারণে দেশগুলো যুদ্ধ থেকে সরে এসেছে। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যুদ্ধ হলে কোনো বাণিজ্য হবে না। আর মনে রাখবে, তাদেরও পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।’

ট্রাম্পের দাবি অনুযায়ী, ভারত-পাকিস্তান ও থাইল্যান্ড-কাম্বোডিয়ার পাশাপাশি আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর সংঘাতও তার মধ্যস্থতায় থেমে গেছে। তার ভাষ্য, এসবের প্রায় ৬০ শতাংশ যুদ্ধ বাণিজ্যের কারণেই বন্ধ হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে, যদি আমি এই যুদ্ধ থামাতে পারি তবে নোবেল পুরস্কার মিলতে পারে। কিন্তু আমি তো ইতিমধ্যে সাতটা যুদ্ধ থামিয়েছি। প্রতিটির জন্য আলাদা পুরস্কার পাওয়া উচিত।’

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা সহজ হবে ভেবেছিলেন। তবে সে ক্ষেত্রে তিনি হতাশ হয়েছেন। তবু শেষ পর্যন্ত এ যুদ্ধ কোনো না কোনোভাবে বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।