শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9851

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১

সিলেট

বিশ্বনাথ

ওএমএস’র আটা নিয়ে গেলেন ডিলারের লোকজন!

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

ছবি: সংগৃহীত।

সিলেটের বিশ্বনাথে সরকারি ওএমএস’র আটা জনসাধারণের কাছে বিক্রি না করে নিয়ে গেলেন ডিলারের লোকজন!

রোববার (২১ সেপ্টেম্বর) পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে এঘটনাটি ঘটেছে।

তবে আগের দিন মাইকিং করে লোকজনদেরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি। এছাড়াও রহস্যজনক কারনে জানানো হয়নি ট্যাগ অফিসারকেও।

এ নিয়ে ট্যাগ অফিসার ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া আহমেদ এই প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন আগের দিন জানানোর কথা থাকলেও তাকে রোববার বিক্রির দিন সকালে জানানো হয়েছে। কিন্তু এসময় তিনি অফিসের নির্ধারিত দায়িত্ব পালনে মাঠে ছিলেন।

মেসার্স সাবিনা ট্রেডার্সের নামে কালিগঞ্জ বাজারে ডিলারের দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন তালুকদার নামের একজন- এমন অভিযোগ করেছেন আলাপুর গ্রামের দিনমজুর আনফর আলী আয়ফন (৫২)।

তিনি জানান, প্রতিবারের ন্যায় রোববার ছিল সরকারি ভাবে ওএমএস’র আটা বিক্রির তারিখ। আর এই আটা ২৪ টাকা কেজিতে একজন নিতে পারবেন মাত্র ৫ কেজি করে। আর এই আটা ক্রয় করতে ডিলারের কাছে প্রথমে যান আনফর আলী আয়ফনের ছেলে নাইম আহমদ (৯)।

তার ছেলেকে আটা না দেয়ায় পরে তিনি নিজেই যান আটা ক্রয় করতে। কিন্তিু ডিলারের লোকজন লাইনে থাকা মানুষদেরকে রেখেই আটা বিক্রি বন্ধ করে দেন। এসময় প্রায় দেড় বস্তা আটা রয়ে গেলে সেই আটাগুলো নিয়ে যান ডিলারের লোকজন।

এ নিয়ে আনফর আলী আয়ফনের সাথে ওএমএস’র ডিলারের লোকজনের বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে।

জানতে চাইলে মেসার্স সাবিনা ট্রেডার্সের সত্ত্বাধিকারি আবুল হোসেন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।