শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

9851

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১

সিলেট

বিশ্বনাথ

ওএমএস’র আটা নিয়ে গেলেন ডিলারের লোকজন!

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

ছবি: সংগৃহীত।

সিলেটের বিশ্বনাথে সরকারি ওএমএস’র আটা জনসাধারণের কাছে বিক্রি না করে নিয়ে গেলেন ডিলারের লোকজন!

রোববার (২১ সেপ্টেম্বর) পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে এঘটনাটি ঘটেছে।

তবে আগের দিন মাইকিং করে লোকজনদেরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি। এছাড়াও রহস্যজনক কারনে জানানো হয়নি ট্যাগ অফিসারকেও।

এ নিয়ে ট্যাগ অফিসার ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া আহমেদ এই প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন আগের দিন জানানোর কথা থাকলেও তাকে রোববার বিক্রির দিন সকালে জানানো হয়েছে। কিন্তু এসময় তিনি অফিসের নির্ধারিত দায়িত্ব পালনে মাঠে ছিলেন।

মেসার্স সাবিনা ট্রেডার্সের নামে কালিগঞ্জ বাজারে ডিলারের দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন তালুকদার নামের একজন- এমন অভিযোগ করেছেন আলাপুর গ্রামের দিনমজুর আনফর আলী আয়ফন (৫২)।

তিনি জানান, প্রতিবারের ন্যায় রোববার ছিল সরকারি ভাবে ওএমএস’র আটা বিক্রির তারিখ। আর এই আটা ২৪ টাকা কেজিতে একজন নিতে পারবেন মাত্র ৫ কেজি করে। আর এই আটা ক্রয় করতে ডিলারের কাছে প্রথমে যান আনফর আলী আয়ফনের ছেলে নাইম আহমদ (৯)।

তার ছেলেকে আটা না দেয়ায় পরে তিনি নিজেই যান আটা ক্রয় করতে। কিন্তিু ডিলারের লোকজন লাইনে থাকা মানুষদেরকে রেখেই আটা বিক্রি বন্ধ করে দেন। এসময় প্রায় দেড় বস্তা আটা রয়ে গেলে সেই আটাগুলো নিয়ে যান ডিলারের লোকজন।

এ নিয়ে আনফর আলী আয়ফনের সাথে ওএমএস’র ডিলারের লোকজনের বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে।

জানতে চাইলে মেসার্স সাবিনা ট্রেডার্সের সত্ত্বাধিকারি আবুল হোসেন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।