শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9911

surplus

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯

অন্যান্য

চাকসু নির্বাচন পেছাল

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে এবং ১৪, ১৫ ও ১৬ অক্টোবর ক্লাস বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চাকসু নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, নতুন প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর ইসমত আরা হকের শপথ গ্রহণ শেষে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে সোমবার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অনেকেই প্রচারণার সময় বাড়ানোর দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পিছিয়েছে।

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হলো।

এবারের নির্বাচনে মোট ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪২৯ জন এবং হল সংসদের ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন প্রার্থী আছেন।

ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামীকাল (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ শেষে একই দিন গণনা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।