শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9912

sylhet

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫

সিলেট

সাদাপাথর লুটকাণ্ড: বিএনপি নেতা সাহাব উদ্দিন আরও ২ মামলায় গ্রেফতার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রিমান্ড শেষে সাহাব উদ্দিনকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে উক্ত মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ১১ আগস্ট বিএনপি তাকে পদ থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে বর্তমানে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা চলমান রয়েছে।