৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে মালিক-শ্রমিকরা রাজপথে নামবেন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১
ছবি: সংগৃহীত।
সিলেটে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় বলা হয়েছে, গত বুধবার টমটম ও বিদ্যুৎচালিত রিকশা শ্রমিকদের হামলার ঘটনায় দোষীদের ৭ তারিখের মধ্যে আইনের আওতায় না আনা হলে তারা রাজপথে নামবেন। সভায় অবৈধ রিকশা ও টমটম চালকদের বিরুদ্ধে সিএনজি, প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনের ভাঙচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় অবৈধ টমটম ও ইঞ্জিনচালিত রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে সিএনজি , প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের ভাংচুর ও হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘সড়কে যাত্রী পরিবহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের সহিংসতা নগরের পরিবহন ব্যবস্থার জন্য বড় ধরণের হুমকি সৃষ্টি করছে। অবৈধ রিকশা ও টমটম চালকদের দমন না করলে আইনশৃঙ্খলা অচল হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, ‘সড়কে শান্তি বজায় রাখা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।’ তিনি বলেন, প্রশাসন টমটম ও বিদ্যুৎ চালিত রিক্সা বন্ধ করতে অভিযান চালিয়েছে, কিন্ত গত বুধবার টমটম ও বিদ্যুৎ চালিত রিক্সা শ্রমিকরা আমাদের গাড়ি ভাংচুর করেছে আমাদের উপর হামলা করেছে। পুজার জন্য আমরা ৭ দিনের সময় দিলাম। যোদি ৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের অওতায় না নেয়া হয় তবে আমরা রাজ পথে নামব। প্রতিবাদ সভায় মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এই ধরনের হামলা ও ভাঙচুর প্রতিরোধ করা যায়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘সিলেটের সড়কে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা বজায় রাখাই সবার দায়িত্ব। অবৈধ রিকশা ও টমটম চালকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া না হলে যানজট ও নিরাপত্তাহীনতা বাড়বে।’ শুধু বানান ঠিক করে যোদি ৭ তারিখের মধ্যে হামলাকারীদের আইনের অওতায় না নেয়া হয় তবে আমরা রাজ পথে নামব। কথাটি
