https://www.emjanews.com/

10133

sylhet

প্রকাশিত

০১ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

আপডেট

০১ অক্টোবর ২০২৫ ১৮:২৬

সিলেট

উৎসবমূখর পরিবেশে সিলেটে মহানবমী উদযাপন, কাল বিজয়া দশমী

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

ছবি: ইমজা নিউজ

সিলেট জেলায় মহা নবমীর দিন শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল থেকেই মণ্ডপ ও মন্দিরগুলো ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মণ্ডপে ভক্তদের ভিড় আরও বাড়ে। প্রতিটি পূজামণ্ডপ নতুন সাজে সজ্জিত এবং বর্ণিল আলোকসজ্জা দ্বারা মণ্ডপ ও চারিপাশ আলোকিত। ঢাক-ঢোল বাজনা, ধুপদানি ও শ্লোক পাঠের মাধ্যমে পূজা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।মহানবমীর পর আগামীকাল বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।

 মহানবমীর দিনে দেবীর নবমী বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা দেবীর চরণে ফুল অর্পণ করে মন্ত্রপাঠের মাধ্যমে আরাধনা করেন। বিশেষ সন্ধিপূজা অনুষ্ঠিত হয়, যা অষ্টমী ও নবমীর সংযোগকালে অনুষ্ঠিত হয়। মহা নবমীর দিন যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ সম্পন্ন হয়।

পুরোহিতদের মতে, মহা নবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও নীলকণ্ঠ ও নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার আরাধনা করা হয়। মহা নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির প্রকাশ ঘটে। সনাতন ধর্মমতে, দেবী দুর্গার হাতে মহিষাসুর বধ ও রামের হাতে রাবণ বধের প্রতীকী কাহিনী পুনঃউজ্জীবিত হয়।

সিলেট জেলা ও মহানগর পুলিশ পূজা উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভক্তরা নির্ভয়ে পূজা উপভোগ করছেন।

মহানবমীর পর আগামীকাল বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। সিলেট জেলায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরতার সঙ্গে সনাতন ধর্মালম্বীরা এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উদযাপন করছেন।