৬ দফা আদায়ে সিলেটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি:দাবি না মানলে কমপ্লিট শাটডাউন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ ১২:৫২
ছবি: সংগৃহীত।
পদোন্নতি, উচ্চতর গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সিলেটের স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচি পালন হচ্ছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে-
স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের ১৪তম গ্রেড প্রদান,
ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করা,
টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে উন্নীত করার দাবি।
সারা দেশে চলছে আন্দোলন
প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ অন্যান্য দাবি বাস্তবায়নের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জানায়, তাদের ৬ দফা দাবি আদায়ের জন্য সারা দেশব্যাপী ধারাবাহিক অবস্থান কর্মসূচি চলছে।
কমপ্লিট শাটডাউন
স্বাস্থ্য সহকারীরা বলেন, তারা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সিলেট সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কিংসুক দাস বলেন,‘আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি, কিন্তু দাবি বাস্তবায়ন হচ্ছে না। এতদিন কাজের পাশাপাশি আন্দোলন করেছি, এবার আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি-কমপ্লিট শাটডাউন।’
