https://www.emjanews.com/

10425

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৫ ১৩:০৭

আপডেট

১২ অক্টোবর ২০২৫ ১৩:০৯

সিলেট

কানাইঘাটে সংঘ*বদ্ধ ধর্ষ*ণ মাম*লার প্রধান আ*সামি গ্রে*প্তার

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ১৩:০৭

সিলেটের কানাইঘাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি নূর আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শুক্রবার (১১ অক্টোবর) রাতে সিলেট জেলার কানাইঘাট থানাধীন লালরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নূর আহমদ কানাইঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩)/৩০ ধারায় দায়ের করা একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় আরও সাতটি মামলা রয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারী ঘুমন্ত অবস্থায় থাকার সময় আসামি নূর আহমদ ও তার দুই সহযোগী তার ঘরের দরজায় ধাক্কা দেয়। ভিকটিম দরজা খুললে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামিরা ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

পরে ভিকটিম বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি নূর আহমদ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে শুক্রবার রাতে তাকে লালরচক এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।