https://www.emjanews.com/

10460

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৫ ১৪:০৪

আপডেট

১৩ অক্টোবর ২০২৫ ১৮:১৫

সিলেট

সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

আমি জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের জন্য কাজ করছি: জাকির হোসাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ১৪:০৪

ছবি: ইমজা নিউজ

সংযুক্ত আরব-আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ১৩ অক্টোবার অনুষ্ঠিত এই মতবিনিময় সভায়  তিনি বলেন, দেশের রাজনীতিতে তার ভূমিকা ও প্রবাসী কার্যক্রম সম্পর্কে।

জাকির হোসাইন অভিযোগ করেন, ২০১৮ সালে শেখ হাসিনা তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও অপপ্রচারের মাধ্যমে জঙ্গী অর্থদাতা হিসেবে প্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং দেশে তার পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করি এবং প্রবাসে থাকলেও জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বার্থে স্থানীয় মানুষদের ঐক্যবদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। দেশে ফিরে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।’

জাকির হোসাইন আরও জানান, জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা খনিজ সম্পদে সমৃদ্ধ। দীর্ঘদিন বন্ধ থাকা আটগ্রাম পেট্রোবাংলা পুনরায় চালুর জন্য তিনি বাপেক্সের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের একটি বিনিয়োগকারী গ্রুপের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে, যা দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হলে বিনিয়োগ করবে।

তিনি উল্লেখ করেন, জকিগঞ্জ ও কানাইঘাটের সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয় ও সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কাস্টম ঘাটকে স্থলবন্দর রূপান্তরিত করা এবং লোভাছড়াকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। এছাড়া, পাথর উত্তোলন বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

জাকির হোসাইন বলেন, ‘আমার একটাই লক্ষ্য, জকিগঞ্জ-কানাইঘাট এলাকার মানুষের উন্নয়ন। সিলেটে আবারও ফ্লাইদুবাই বিমান ফ্লাইট চালু করার চেষ্টা করব। আমি আশা করি, আমার এলাকার মানুষ আমার পাশে থাকবে।’