https://www.emjanews.com/

10968

sylhet

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ২২:৪১

আপডেট

২৯ অক্টোবর ২০২৫ ২৩:২৩

সিলেট

সিলেটের ‘ভুয়া জুলাই-যোদ্ধা’ যারা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ২২:৪১

ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১০৪ জন। এদের মধ্যে সিলেট বিভাগের ২৬ জন ভুয়া জুলাই-যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে সরকার। এছাড়া একই ব্যক্তির নাম একাধিকবার গেজেটভুক্ত হওয়ার প্রমাণ মিলেছে ২৩ জনের ক্ষেত্রে। এদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১২৭ জনের গেজেট বাতিল হবে।

সিলেট বিভাগের ২৬ জনের মধ্যে রয়েছেন- মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার-২; নুর ইসলাম আহমেদ সুজন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৫; মাহমুদুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৬; তামিম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার-৪০; মিনহাজুর রহমান রিমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪১; দেলোয়ার আহমেদ সেলিম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৬; মো. রিয়াদ মাহমুদ রকি, শ্রেণী -গ , গেজেট নাম্বার -৪৯; মো. আরিফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০; শেখ মো. মাহফুজুর রহমান মাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫১; জমির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫২; মোঃ রায়হান চৌধুরী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৪; মোঃ রুমান আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৫; হুমায়ুন আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৬; তানবির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭; নবিবুর রহমান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৯;  জিসাম হোসেন রাহী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৩; ইমাদ উদ্দিন আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার- ৮০; মোঃ আলী হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৯; তারেকুল ইসলাম তারেক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০; মোঃ সুমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯ এবং নাঈম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০৬।

এছাড়া সিলেট জেলার ফখরুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৫৬; সুনামগঞ্জ জেলার মোঃ রুহুল আমিন, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৪৪৫; মোফাজ্জল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯১; মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭১; আল- হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৮৫ এবং মো. মোবারক হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬০১ ভুয়া জুলাই-যোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছৈন।