https://www.emjanews.com/

12137

jobs

প্রকাশিত

১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬

আপডেট

১৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

চাকুরী

সিলেটে নতুন ডিআইজি, পুলিশে রদবদল

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬

ছবি: সংগ্রহ

সিলেট মেট্টোপলিটন পুলিশে এক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি)-কে পদায়নসহ বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩০ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।

বদলি হওয়া ৩০ জনের মধ্যে অধিকাংশই সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারা দেশে পুলিশ সুপারদের পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় তফসিল ঘোষণার দিনই ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হলো।

বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট গ্রহণ করা হবে।

জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে পুলিশের উচ্চপর্যায়ে এই বড় ধরনের রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালিকা দেখতে ক্লিক করুন