ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উত্তেজনার শেষ মুহূর্তে মেহেদী হাসান রানা নাটকীয় হ্যাটট্রিক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার দল নোয়াখালী হারল
শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচে সিলেট টাইটানসের কাছে এক উইকেটে পরাজিত হলেন নোয়াখালের অধিনায়ক সৈকত আলীর দল।
ম্যাচের ১৮তম ওভারে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করে প্রতিপক্ষের দাপট কমিয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ম্যাচের নাটকীয়তা শেষ হয়নি। শেষ ৬ বলে ১৩ রানের লক্ষ্য থাকা অবস্থায় সিলেটের পক্ষে উত্তেজনা ঠাসা ছিল।
শেষ ওভারে প্রথম দুই বল সাব্বির হোসেন কোনো রান দিতে পারলেন না। তৃতীয় বৈধ বল নো-বল হওয়ায় ইথান ব্রুকস ফ্রি হিটে ছক্কা হাঁকান। পরবর্তী বলে তিনি চার রান করেন। পঞ্চম বলে সাব্বির রান দেননি এবং উইকেটরক্ষক জাকের আলী অনিক ব্রুকসকে রান আউট করেন। শেষ বলে ২ রানের প্রয়োজন থাকলেও ওয়াইড হওয়ায় ম্যাচ টাই হয়ে যায়। ফিরতি বলে সালমান এরশাদের পায়ে লেগে বাই রান নেওয়ায় সিলেট টাইটানস জয় নিশ্চিত করে।
এই ম্যাচের ফলে প্রথম জয় সিলেটের দখলে আসে। বিপিএলের ইতিহাসে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করা মেহেদী হাসান রানার পারফরম্যান্স যদিও চূড়ান্ত জয় দিতে ব্যর্থ হলো।
