ছবি: সংগৃহীত
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রথমবারের মতো সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সিলেটে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধনের কথা রয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ দেশের অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, নতুন এসব আঞ্চলিক কার্যালয়কে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, বরং সংশ্লিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। যেমন- বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন করে প্রধান কর্মকর্তা থাকবেন, যাঁর নেতৃত্বে চলবে সব কার্যক্রম।
সূত্র আরও জানায়, প্রতিটি আঞ্চলিক অফিসের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো নির্ধারণ করা হবে। আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগের ক্ষেত্রে গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।
বিসিবি কর্মকর্তাদের মতে, ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে ক্রিকেট ব্যবস্থাপনা, প্রতিভা অন্বেষণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বিসিবি মনে করছে, আঞ্চলিক অফিস চালুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেট কার্যক্রম সরাসরি তদারকি ও পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে, যা ভবিষ্যতে জাতীয় ক্রিকেটের শক্ত ভিত্তি গড়ে তুলবে।
