গোলাপগঞ্জে ত্রি-টীম ফুটবল লীগ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ২০:৫৯
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, `খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একই সাথে খেলাধুলা যুবসমাজের সামাজিক ও ভ্রাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় করে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনকে ফের সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।'
তিনি সোমবার (১২ জানুয়ারী) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের পরিচালনায় ও গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক-এর সহযোগিতায় ঢাকা দক্ষিণে অনুষ্ঠিত ‘ত্রি-টীম ফুটবল লীগ টুর্নামেন্ট-২৬' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কয়েছ উদ্দিন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এস.এম আব্দুর রহিম, গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক-এর উপদেষ্টা মোহাম্মদ কামাল, সাবেক আহ্বায়ক আব্দুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ রহমান, নির্বাহী সদস্য মঞ্জুর মোর্শেদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ প্রমূখ।
