শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

13053

sports

প্রকাশিত

১৪ জানুয়ারী ২০২৬ ১৯:৫৩

খেলাধুলা

সাফ ফুটসাল

ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ৪-৪ ড্র খেললো বাংলাদেশ

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে খেলার প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে (২০ মিনিট করে) হয়েছে চারটি করে গোল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে গোলের খাতাটা খুলে দেন বাংলাদেশ। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে গোল করেন মঈন। এরপর ভারত সমতা ফেরায় আনমোল অধিকারীর মাধ্যমে।

প্রথমার্ধের শেষের দিকে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। তবে বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভারত ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রোলুয়াপুইয়ার গোলে। তবে মঈন দ্রুত সমতা ফেরান (৩-৩)। শেষ মুহূর্তে ভারতের চতুর্থ গোল আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু রাহবারের দারুণ শট ভারতের আনমোল অধিকারীর ভুল সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে শেষ মুহূর্তে সমতায় ফেরায় (৪-৪)।

বাংলাদেশ হুটার শেষ মুহূর্তে আরও কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল।

আগামী শুক্রবার একই ভেন্যুতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে।