https://www.emjanews.com/

12764

sports

প্রকাশিত

০৩ জানুয়ারী ২০২৬ ২০:৪০

খেলাধুলা

সিলেটে ‘১ম বিভাগ ক্রিকেট লীগ, ২০২৫-২০২৬’ উদ্বোধন

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ২০:৪০

ছবি: সংগৃহীত

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগের শুরু হলো স্বনামধন্য দশটি ক্লাবের অংশগ্রহণে। ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ উদ্বোধন শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শোক ও দোয়া করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায়। এছাড়া বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট লীগ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

উদ্বোধনী ম্যাচে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র বনাম হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।

টসে জিতে হোয়াইট মোহামেডান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বঙ্গবীর অগ্রগামীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮২ রান সংগ্রহ করে।

উল্লেখ্য, এই লীগে ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড এবং স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ কো-স্পন্সর হিসেবে যুক্ত আছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি খন্দকার রাজিন সালেহ আলম ও সম্পাদক কবির আহমদ সিলেটের সর্বস্তরের জনসাধারণকে প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।

আগামী ৪ জানুয়ারি রবিবার সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং পেগাসাস ক্লাব-এর ম্যাচ অনুষ্ঠিত হবে।