শিরোনাম
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের

https://www.emjanews.com/

13215

international

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ২২:৫৮

আন্তর্জাতিক

১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের নিয়োগপত্র গ্রহণ করলেন মালয়েশিয়ার রাজা

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ২২:৫৮

ছবি: আহমাদুল কবির।

মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পার্তুয়ান আগং সুলতান ইব্রাহিম আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ইস্তানা নেগারায় আয়োজিত এক আনুষ্ঠানিকতায় ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের নিয়োগপত্র (ওয়াতিকাহ পেলান্টিকান) গ্রহণ করেছেন।

ইস্তানা নেগারার রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতায় রাজার উপস্থিতিতে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।

যাঁদের নিয়োগপত্র গ্রহণ করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, হাঙ্গেরির রাষ্ট্রদূত ড. স্যান্ডর সিপোস, সেনেগাল প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আবদুল আজিজ লুম এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত জেহাদ ফুয়াদ মাবরুক আলকেদ্রা।

এ ছাড়া স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পিটার স্পিসিয়াক, লেবানন প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মাহের খেইর, উরুগুয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত দিয়েগো পেলুফো অ্যাকোস্তা ই লারা এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ওসামাহ বিন দাখেল আর. আল-আহমাদি-র নিয়োগপত্রও গ্রহণ করেন রাজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে নিয়োগপত্র পেশ করেন- ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত রাদেন মোহাম্মদ ইমান হাস্কারিয়া কুসুমো, ফ্রান্স প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত  মার্ক আবাঁসুর, জিবুতি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ইব্রাহিম বিলেহ দৌয়ালেহ এবং পর্তুগাল প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুইজ ম্যানুয়েল দে মাগালহায়েস দে আলবুকার্কে ভেলোসো।

আজকের এই আনুষ্ঠানিকতায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা মোহামাদ হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতো’ শ্রী আমরান মোহাম্মদ জিন এবং ইস্তানা নেগারার দাতুক পেঙ্গেলোলা বিজয়া দিরাজা তান শ্রী দাতুক ড. আজমি রোহানি।

এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মালয়েশিয়া ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।