শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5160

tourism

প্রকাশিত

০৯ মে ২০২৫ ২০:৫৩

পর্যটন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচি পরিবর্তন

টরেন্টো, লন্ডন ও রোম ফ্লাইটে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব

প্রকাশ: ০৯ মে ২০২৫ ২০:৫৩

ইএন ডেস্ক।। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এ কারণে টরেন্টো, লন্ডন এবং রোমগামী ফ্লাইটসমূহের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা-টরেন্টো ফ্লাইট (বিজি ৩০৫/৩০৬): ঢাকা থেকে ফ্লাইটের সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। পূর্বে ৩:৪৫ মিনিটে ছাড়লেও এখন ৩:০০ টায় ছেড়ে যাবে।

তবে টরেন্টো থেকে ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২) ঢাকা থেকে ছাড়ার সময় ৭:৪০ মিনিট থেকে এগিয়ে ৭:০০ টায় নির্ধারণ করা হয়েছে। লন্ডন থেকে ফ্লাইটের সময় অপরিবর্তিত।

শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য, ঢাকা-লন্ডন ফ্লাইট ছাড়বে ৮:৫০ মিনিটের পরিবর্তে ৮:১০ মিনিটে।

ঢাকা-রোম ফ্লাইট (বিজি ৩৫৫/৩৫৬) ঢাকা থেকে ছাড়ার সময় ১১:৩০ মিনিটের পরিবর্তে ১০:৪৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। রোম থেকে প্রস্থান সময় অপরিবর্তিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের অনুরোধ করছে নতুন সময়সূচি অনুযায়ী যথাসময়ে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করতে। এই সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ইএন/এআর।