শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

5160

tourism

প্রকাশিত

০৯ মে ২০২৫ ২০:৫৩

পর্যটন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচি পরিবর্তন

টরেন্টো, লন্ডন ও রোম ফ্লাইটে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব

প্রকাশ: ০৯ মে ২০২৫ ২০:৫৩

ইএন ডেস্ক।। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এ কারণে টরেন্টো, লন্ডন এবং রোমগামী ফ্লাইটসমূহের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা-টরেন্টো ফ্লাইট (বিজি ৩০৫/৩০৬): ঢাকা থেকে ফ্লাইটের সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। পূর্বে ৩:৪৫ মিনিটে ছাড়লেও এখন ৩:০০ টায় ছেড়ে যাবে।

তবে টরেন্টো থেকে ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২) ঢাকা থেকে ছাড়ার সময় ৭:৪০ মিনিট থেকে এগিয়ে ৭:০০ টায় নির্ধারণ করা হয়েছে। লন্ডন থেকে ফ্লাইটের সময় অপরিবর্তিত।

শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য, ঢাকা-লন্ডন ফ্লাইট ছাড়বে ৮:৫০ মিনিটের পরিবর্তে ৮:১০ মিনিটে।

ঢাকা-রোম ফ্লাইট (বিজি ৩৫৫/৩৫৬) ঢাকা থেকে ছাড়ার সময় ১১:৩০ মিনিটের পরিবর্তে ১০:৪৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। রোম থেকে প্রস্থান সময় অপরিবর্তিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের অনুরোধ করছে নতুন সময়সূচি অনুযায়ী যথাসময়ে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করতে। এই সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ইএন/এআর।