শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5174

surplus

প্রকাশিত

১০ মে ২০২৫ ২০:৪১

অন্যান্য

‘আপনার চাকরি দখল করতে আসছে এআই’

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফাইভারের সিইও’র হুঁশিয়ারি

প্রকাশ: ১০ মে ২০২৫ ২০:৪১

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা কাউফম্যান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন।

এক অভ্যন্তরীণ মেমোতে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন খাতে বড় ধরনের রূপান্তর আসতে চলেছে, যা বহু কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে।

এআই-নির্ভর ভবিষ্যতের কথা উল্লেখ করে তিনি বলেন, "এআই আপনার চাকরি দখল করতে আসছে, এমনকি আমারটাও। এটা জেগে ওঠার ডাক। আপনি যেই পেশাতেই থাকুন না কেন- প্রোগ্রামার, ডিজাইনার, পণ্য ব্যবস্থাপক, ডেটা বিজ্ঞানী, আইনজীবী, বিক্রেতা কিংবা ব্যবসায়ী কেউই নিরাপদ নন।"

তিনি আরও বলেন, অনেক কাজ যেগুলো একসময় সহজ মনে হতো, এখন বিলুপ্ত। আবার যেগুলো অসম্ভব মনে হতো, সেগুলো এখন ‘নতুন কঠিন কাজ’। তাই টিকে থাকতে হলে কর্মীদের আরও বেশি দক্ষতা অর্জন ও প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (LLMs)-এর মতো এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন মিকা।

তিনি সতর্ক করে বলেন, "যারা এসবের গুরুত্ব বুঝবেন না কিংবা নতুন দক্ষতা রপ্ত করতে ব্যর্থ হবেন, তারা কর্মজীবনে বড় ঝুঁকির মুখে পড়বেন।"

এমনকি প্রযুক্তির পরিবর্তনের ধাক্কায় গুগলের মতো জায়ান্টও ‘সেকেলে’ হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সামগ্রিকভাবে, কাউফম্যান কর্মীদের আরও দ্রুত, দক্ষ এবং অভিযোজিত হতে আহ্বান জানিয়েছেন, যেন তারা আসন্ন এআই-নির্ভর ভবিষ্যতে টিকে থাকতে পারেন।

ইএন/এআর।