শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5178

surplus

প্রকাশিত

১০ মে ২০২৫ ২২:০৫

অন্যান্য

হৃদবন্ধন সাহিত্য পরিষদ এর রবীন্দ্রজয়ন্তী পালন

প্রকাশ: ১০ মে ২০২৫ ২২:০৫

ইএন রিপোর্ট।। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপনে "চিরনূতন রবীন্দ্রনাথ " শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার  ( ৯ মে)  হৃদবন্ধন সাহিত্য পরিষদ এর আয়োজনে নগরীর জিন্দাবাজারস্থ  ইমজা মিলনায়তনে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে  কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রবীন্দ্র সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে 'রবীন্দ্রভাবনা' শীর্ষক আলোচনা ও লেখা পাঠ করা হয়।

কবি হিমাংশু রায় হিমেলের সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী সন্দীপন শুভর সঞ্চালনায় আলোচনা ও লেখাপাঠে অংশ নেন বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ, গল্পকার জামান মাহবুব, লেখিকা অমিতা বর্দ্ধন, এডভোকেট কল্যাণ চৌধুরী, ছড়াকার অজিত রায় ভজন,অধ্যক্ষ বুলবুল আহমদ, সমর দাশ, সন্তোষ রঞ্জন পাল, শহিদুল ইসলাম লিটন।

সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী গুলজার আহমদ, লাভলী মজুমদার, লাকী বেগম, শুদ্ধী পাল।

সমবেত ও একক সংগীত পরিবেশনায় অংশ নেন  রুনা তালুকদার, রিমি রায়, জয়ন্ত তালুকদার, উত্তম চৌধুরী, সস্তিকা বনিক, মীম, দিব্বরাজ দাশ।

নৃত্য পরিবেশন করেন ঐশ্বর্য প্রিয়া, পুষ্প রায়, আয়ুষী তালুকদার, রাই দাশ, রঙ ও রোদ। তবলায় ছিলেন অরবিন্দু পাল।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মিহির মোহন, মাসুক আহমদ, এডভোকেট সন্ধ্যালক্ষী দাশ, প্রভাষক তপন চন্দ্র পাল, বিদ্যারত্ন রায়, রকিব আহমদ, পাপড়ি রানী রায়, সুধা রানী রায়, কৃষ্ণধন রায়, লেখক বারিন্দ্র দাশ, সাধন শর্মা, ধনঞ্জয় দাশ, মলয় দত্ত মিঠু, প্রধান শিক্ষক বঙ্কিম আচার্য্য, সুশান্ত চন্দ, জয়ীতা রায় জয়ী, সূর্য রায় প্রমুখ।

অনুষ্ঠানটি  সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন হৃদবন্ধন সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ।

ইএন/এআর।