
ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক।। বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট যুগের সূচনা হলো স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।
তিনি বলেন, মাত্র ৯০ দিনের মধ্যে এনজিএসও গাইডলাইন তৈরি করে স্টারলিংককে লাইসেন্স প্রদান করা হয় এবং চার মাসের মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়, যা বাংলাদেশের টেলিকম ইতিহাসে নজিরবিহীন।
গ্রামীণ এলাকায় ইন্টারনেট সেবার জন্য মাত্র ৪৭,০০০ টাকায় সেটআপ বক্স দিয়ে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে। উদ্যোক্তারা এ সেবা ব্যবহার করে ইন্টারনেট বিক্রি করতে পারবেন। মাসিক খরচ ৪,০০০ থেকে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শেয়ারযোগ্য হওয়ায় গ্রাহকদের জন্য সহনীয় হবে।
তিনি আরও জানান, ‘ফোন লেডি’র আদলে ‘ওয়াইফাই লেডি’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ডিভাইস আমদানিতে ভ্যাট ও ট্যাক্স প্রযোজ্য থাকবে এবং এনওসি নিতে হবে।
স্টারলিংকের আগমন ডিজিটাল বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
ইএন/এআর