শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5547

surplus

প্রকাশিত

২২ মে ২০২৫ ১৯:০২

অন্যান্য

ইন্টারনেট দাম কমাবে বিটিআরসি, থাকছে ক্ষতিপূরণের বাধ্যবাধকতা

প্রকাশ: ২২ মে ২০২৫ ১৯:০২

ইএন ডেস্ক।। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।  এতে সর্বনিম্ন প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম নির্ধারিত হয়েছে ২৩০ টাকা, আর সর্বোচ্চ ২৯৯ টাকা। সাথে থাকছে গ্রাহকের ক্ষতিপূরন পাওয়ার বাধ্যবাধকতা।

২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ইন্টারনেট ট্যারিফ, যা আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। যা সরকারী বেসরকারী প্রভাইডার সবার জন্য প্রযোজ্য হবে। 

এই সিদ্ধান্তের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমে যাবে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন ট্যারিফ কাঠামোতে থাকছে, ৫ এমবিপিএস: পূর্বের ৫০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা, ১০ এমবিপিএস: ৮০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা, ২০ এমবিপিএস: ১,২০০ টাকা থেকে কমিয়ে ১,১০০ টাকা।

এই নতুন মূল্য নির্ধারণের ফলে ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী হবে এবং দেশের প্রতিটি অঞ্চলে ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত হবে।  

বিটিআরসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (IIG) থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (ISP) কাছে ব্যান্ডউইথের দাম ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে।  এই সিদ্ধান্তের ফলে ISP গুলো কম খরচে ব্যান্ডউইথ কিনতে পারবে, যা শেষ পর্যন্ত গ্রাহকদের খরচ কমাতে সহায়ক হবে।

বিটিআরসি নতুন ট্যারিফের পাশাপাশি একটি ক্ষতিপূরণ নীতি চালু করেছে। যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা ৫, ১০ বা ১৫ দিন ধরে বিঘ্নিত হয়, তবে তারা যথাক্রমে ৫০%, ২৫% বা সম্পূর্ণ বিল মওকুফ পাবেন। এই নীতির মাধ্যমে সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং গ্রাহকদের অধিকার রক্ষা পাবে।

বিটিআরসি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (ITC) অপারেটরদের মধ্যে মূল্য বৈষম্য দূর করতে নির্দেশনা জারি করেছে।  অনেক ITC অপারেটর তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে কম দামে ব্যান্ডউইথ সরবরাহ করত, যা বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করত। বিটিআরসি এই অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা ইন্টারনেট বাজারের পুরো কাঠামো বিশ্লেষণ করে বিভিন্ন স্তরে দাম কমানোর সুযোগ চিহ্নিত করেছি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক সাবমেরিন কেবল, আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (ITC), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (IIG), এবং ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (NTTN) পর্যায়ে ব্যান্ডউইথের দাম হ্রাস করা হয়েছে, যা শেষ পর্যন্ত গ্রাহকদের খরচ কমাতে সহায়ক হবে।

ইএন/এআর।