শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5633

tourism

প্রকাশিত

২৪ মে ২০২৫ ২৩:০২

আপডেট

২৪ মে ২০২৫ ২৩:১০

পর্যটন

ঢাকা-সিলেট রুটে চালু হল এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট

প্রকাশ: ২৪ মে ২০২৫ ২৩:০২

ইএন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা ২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।

ঘোষণা অনুযায়ী, প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছাড়বে।

অপরদিকে সিলেট থেকে ফিরতি ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, “সিলেট আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ফ্লাইট ঘাটতির কারণে সাময়িকভাবে এই রুটের কার্যক্রম স্থগিত করতে হয়েছিল। তবে এখন আমাদের বহর স্থিতিশীল হওয়ায় পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করছি।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ নভেম্বর অভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটি ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন চারটি, ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচটি এবং ঢাকা-সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।

এয়ার অ্যাস্ট্রা তাদের বহরে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের বিমান পরিচালনা করছে, যা আঞ্চলিক রুটে নিরাপত্তা ও দক্ষতার জন্য খ্যাত।

ইএন/এআর।