সিলেট বিভাগের সেরা সাঁতারু খোঁজা হচ্ছে
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই আয়োজন করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন
প্রকাশ: ২৫ মে ২০২৫ ১৯:৫৩

ইএন ডেস্ক।। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলার ( সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) বয়সভিত্তিক (০৯ হতে ১৫ বৎসর) সাঁতারুদের (ছেলে ও মেয়ে) অংশগ্রহণে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শুরু হতে যাচ্ছে।
আগামী বুধবার (২৮ মে) সকাল ৮টায় সিলেট বিকেএসপি, কল্লগ্রাম, খাদিমনগর বাইপাস, খাদিমনগর, সিলেটের সুইমিংপুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরী এবং সিলেট জেলার সকল উপজেলার ০৯ হতে ১৫ বছর বয়সী আগ্রহী ছেলে ও মেয়ে সাঁতারুদেরকে আগামী ২৮ মে ২০২৫ ইং বুধবার সকাল ০৮.০০ টায় সিলেট বিকেএসপি, কল্লগ্রাম, খাদিমনগর বাইপাস, খাদিমনগর, সিলেট এর সুইমিংপুলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য- সচিব মোঃ নূর হোসেন।
ইএন/এআর।