শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5709

surplus

প্রকাশিত

২৭ মে ২০২৫ ১৮:৫৭

আপডেট

২৭ মে ২০২৫ ১৯:১৪

অন্যান্য

মিশিগানে ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল আগস্টে

প্রকাশ: ২৭ মে ২০২৫ ১৮:৫৭

ইএন ডেস্ক।। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর আয়োজনে আগামী ২ ও ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল।

ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার শিল্পীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী এই ফেস্টিভ্যালে থাকবে নৃত্য, সংগীত, বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক, খেলনা, হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী এবং রকমারি দেশীয় খাবারের স্টল। প্রায় শতাধিক স্টল থাকবে এবারের আয়োজনে।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিশু ও প্রবীণদের জন্য থাকবে আলাদা একটিভিটি সেগমেন্ট।

প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ওই অনুষ্ঠান।

নিরাপত্তা নিশ্চিত করবেন ওয়ারেন পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ফেস্টিভ্যালে যোগ দেবেন আমেরিকার মূলধারার রাজনীতিক, সিটি অফিসিয়াল ও প্রবাসী নেতৃবৃন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য জাবেদ আহমদ চৌধুরী জানান, 'বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল মিশিগানে দীর্ঘদিন ধরে একটি উল্লেখযোগ্য সামার ইভেন্ট। এবার আমরা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করছি। এই উৎসব কেবল গান-বাজনা নয়, বরং এটি বাংলাদেশকে আমেরিকার মূলধারার সঙ্গে যুক্ত করার এক সেতুবন্ধন। ১৫টি সফল আয়োজনের পর এবারের ফেস্টিভ্যালটি হবে আরও বৈচিত্র্যময় ও স্মরণীয়।'

আয়োজকেরা সকল প্রবাসী ও সংগঠনের সহযোগিতা কামনা করেছেন উৎসব সফল করার লক্ষ্যে।

ইএন/এআর।