
ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক।। টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার ৬০টি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকার সড়ক ও পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লামা উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিসহ তিনটি স্থানের এসব স্পট বন্ধ রাখা হচ্ছে।
রবিবার (১ জুন) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান ইউএনও।
এদিকে বৃষ্টির প্রভাবে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করছে।
ইএন/এআর।