শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

5923

tourism

প্রকাশিত

০২ জুন ২০২৫ ২১:৪০

পর্যটন

লামায় ৬০টি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ

প্রকাশ: ০২ জুন ২০২৫ ২১:৪০

ছবি- সংগ্রহ

ইএন ডেস্ক।। টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার ৬০টি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকার সড়ক ও পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লামা উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিসহ তিনটি স্থানের এসব স্পট বন্ধ রাখা হচ্ছে।

রবিবার (১ জুন) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান ইউএনও।

এদিকে বৃষ্টির প্রভাবে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করছে।

ইএন/এআর।