বাজেট
ক্রীড়াঙ্গনের জন্য বড় বরাদ্দ
মাঠপর্যায়ে প্রকৃত উন্নয়ন ও প্রতিভা অন্বেষণে এর প্রভাব কতটা পড়বে
প্রকাশ: ০৩ জুন ২০২৫ ১৫:২২

ছবি: সংগ্রহ
ইএন ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্রীড়াঙ্গনের জন্য সুখবর এনেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২,৪২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
বাজেট প্রস্তাবে ক্রীড়ার অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়েছে। মিনি স্টেডিয়াম নির্মাণ, বিকেএসপি ও ইনডোর স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণ সুবিধা উন্নয়ন, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। কক্সবাজারে নারীদের জন্য ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড’ প্রকল্পও রয়েছে এই বরাদ্দে।
তবে বিশ্লেষকরা বলছেন, বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানো ইতিবাচক হলেও প্রশ্ন থেকেই যায়, এই অর্থ কী সঠিকভাবে ব্যবহৃত হবে? মাঠপর্যায়ে প্রকৃত উন্নয়ন ও প্রতিভা অন্বেষণে এর প্রভাব কতটা পড়বে?
এখন দেখার বিষয়, এই বরাদ্দের সুফল পেলে নতুন কোনো সাকিব আল হাসান কিংবা সিদ্দিকুর রহমান উঠে আসতে পারবেন কি না।