ঈদ আনন্দ
পর্যটকরা আসতে পারবেন সাদা পাথরে
ঢলের পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে কার্যক্রম # শুক্রবার থেকেই উম্মুক্ত থাকছে পর্যটকদের জন্য #
প্রকাশ: ০৫ জুন ২০২৫ ১৫:৪৭

ইএন রিপোর্ট : ঈদের ছুটিতে সিলেট আসার পরিকল্পনা যারা বাতিল করতে যাচ্ছিলেন, তাদের জন্য সুখবর : পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে টানা ৭ দিন বন্ধ রাখা হয় জনপ্রিয় পর্যটন স্পটটি। সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের সেখানে যেতে নিরুৎসাহিত ও নিষেধ করা হয়। আকস্মিক ঢলে ভেসে যায় অনেক পর্যটন স্থাপনা। তবে বৃষ্টি ও ঢল কমে আসায় আগের রূপে সাজতে শুরু করেছে সাদা পাথর, পানি আর পাহাড়ের জন্য বিখ্যাত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত লাগোয়া পর্যটন স্পটটি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৬ জুন ২০২৫ থেকে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর আনুষ্ঠানিকভাবে পর্যটকদের উম্মুক্ত থাকছে।
আজ (৫ জুন) সকালে ০৫.৬০,৯১২৭.০০৫,৩৫.০৩৯.১২ স্মারকে এক বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাঙ্গা আগামী ০৬/০৬/২০২৫ তারিখ হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, আবহাওয়া অনুকূলে থাকার কারণে আগামীকাল থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র চালু হচ্ছে।
সাদাপাথর এলাকার পাহাড়ি ঢল কমে আসায় স্বাভাবিক হয়েছে নৌকা চলাচল। পর্যটকদের অপেক্ষায় সময় পার করছেন নৌকাচালক ও ক্ষুদ্রব্যবসায়ীরা।
নদী ও পাহাড়ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানে প্রতিদিনই দেশ-বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন। তবে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর এলাকায় পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। পানি বেড়ে যাওয়ায় নৌচলাচল বন্ধ হয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়।
উল্লখ্য,টানা বর্ষণের ফলে ধলাই নদীতে আচমকা পাহাড়ি ঢলে গত ৩০ মে তলিয়ে যায় সাদাপাথর পর্যটন এলাকা। ভাসিয়ে নিয়ে যায় পর্যটনকেন্দ্রিক সকল স্থাপনা। ওইদিন সন্ধ্যায় পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের আদেশ জারি করেন উপজেলা প্রশাসন।