শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6013

surplus

প্রকাশিত

০৬ জুন ২০২৫ ১৩:০৯

আপডেট

০৬ জুন ২০২৫ ১৪:৪১

অন্যান্য

স্বাস্থ্য

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে বিপদে পড়লে কী করবেন?

প্রকাশ: ০৬ জুন ২০২৫ ১৩:০৯

সংগ্রহ

ইএন ডেস্ক: ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ঘরে ঘরে মাংসের উপস্থিতি বেড়ে যায়। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের সময় অনেকেরই মাংস খাওয়ার পরিমাণও বেড়ে যায়। এতে করে বদহজম, গ্যাস, পেট ফাঁপা, আমাশয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।

ঈদের আয়োজনে মাংসের পাশাপাশি থাকে নানা তৈলাক্ত ও মসলাযুক্ত খাবারও। বিশেষজ্ঞদের মতে, মাংসে উচ্চমাত্রায় প্রোটিন ও চর্বি (ফ্যাট) থাকার কারণে এটি হজম হতে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। তবে কিছু প্রাকৃতিক খাবার রয়েছে, যেগুলো মাংস হজমে সাহায্য করে ও হজমজনিত সমস্যা অনেকটা কমায়।

নিচে তেমনই কয়েকটি উপকারী খাবার তুলে ধরা হলো-

 পেঁপে: পেঁপেতে ‘প্যাপেইন’ নামের একটি হজমকারী এনজাইম থাকে, যা মাংস হজমে দারুণ সহায়ক। সালাদ হিসেবে বা খাবারের সঙ্গে পেঁপে খেলে উপকার মিলবে।

আনারস: আনারসে ‘ব্রোমেলেইন’ নামের একটি এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। অতিরিক্ত প্রোটিন গ্রহণের পর হজমের ভারসাম্য রক্ষায় আনারস খাওয়া ভালো।

 দই:  দইয়ে থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষ করে মাংসজাতীয় খাবার হজমে দই বেশ কার্যকরী ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, খাবারের সঙ্গে কোল্ড ড্রিংকসের বদলে বোরহানি খেতে। কারণ বোরহানিতে থাকা মসলা ও উপাদান হজমে সহায়ক ভূমিকা রাখে।

তবে যদি হজমের সমস্যা অতিরিক্ত মাত্রায় হয় বা দীর্ঘস্থায়ী হয়ে যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।