
ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক: ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়াশিল্প নগরের ট্যানারিগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসতে শুরু করেছে। ঈদুল আজহার দিনে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত সেখানে ১ হাজার ৫৭৩টি ট্রাকে করে ৩ লাখ ৬৯ হাজার চামড়া এসেছে।
বিসিক চামড়াশিল্প নগরের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানিয়েছেন, শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে দুপুর সাড়ে ১২টার দিক থেকে চামড়াশিল্প নগরীতে কাঁচা চামড়া নিয়ে ট্রাক প্রবেশ করতে শুরু করে। আজ রোববার রাত ৮টা পর্যন্ত ১ হাজার ৫৭৩টি ট্রাকে ৩ লাখ ৬৯ হাজার কাঁচা চামড়া এসেছে।
এ সময় ট্যানারিতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। ঢাকার বিভিন্ন এলাকার মাদ্রাসা, এতিমখানা, আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে এসব কাঁচা চামড়া সংগ্রহ করা হচ্ছে।
ট্যানারির চামড়া প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত মাকসুদুর রহমান বলেন, কাঁচা চামড়া সংগ্রহের পর এখন লবণ দেওয়া হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য প্রক্রিয়া শেষ করা হবে।