শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

6322

surplus

প্রকাশিত

১৭ জুন ২০২৫ ১৮:৩৭

অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়া

ছানামুখীর পাশাপাশি তোজ রুটি: ছাড়িয়ে গেছে দেশের গণ্ডি

প্রকাশ: ১৭ জুন ২০২৫ ১৮:৩৭

ইএন রিপোর্ট: শুধু ছানামুখীই নয়, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখীর সাথে তোজরুটির পরিচিতি ছাড়িয়ে গেছে দেশের গণ্ডি।

প্রায় শতবছর আগে মহাদেব পাঁড় নামক এক ব্যক্তি ছানামুখী মিষ্টির প্রচলন করেন। এ খাবারটির সুনাম বৃটিশ রাজত্বকালে উপমহাদেশে ছড়িয়ে পড়ে। গত বছর ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে ছানামুখী।

তবে শুধু ছানামুখীই নয়, এ জেলায় আরও একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে, তার নাম তোজরুটি। এটিও ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী খাবার। চালের গুঁড়ি দিয়ে তৈরি বিশেষ এ রুটি সবার কাছে বেশ জনপ্রিয়।

ঈদ মৌসুমে ঘরে ঘরে মুখরোচক তোজরুটি তৈরি করা হয়। গরু, মহিষ ও খাসির মাংসের তরকারির সঙ্গে তোজরুটি পরিবেশন করা হয়।  

গৃহিণীরা জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সব নারী সদস্য মিলে চালের গুঁড়ি দিয়ে এ তোজরুটি বানিয়ে থাকেন।

কীভাবে এ তোজ তৈরি করা হয়, তা সম্পর্কে তারা জানান, প্রথমে চালের গুঁড়ি হালকা পানিতে ভিজিয়ে নরম করা হয়। কিছুক্ষণ পর মাখানো চালের গুঁড়ি ছোট-ছোট বলের মতো গোল করা হয়। এরপর বেলুন দিয়ে বেলে সেগুলোকে রুটি বানানো হয়। সেই রুটি কয়েকদিন রোদে শুকানো হয়। এতে রুটিগুলো শুকিয়ে অনেকটা পাঁপড়ের মতো হয়ে যায়। এ অবস্থায় রুটিগুলো সংরক্ষণ করা হয়। খাওয়ার আগে শুকনো রুটিগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর তিন/চারটি ভেজা রুটি একসঙ্গে  কলাপাতায় মুড়িয়ে তাওয়া/ ফ্রাইপ্যানে ছেঁকে নেওয়া হয়। কলাপাতা না থাকলে এমনিতেও ছেঁকে নেওয়া যায়।

শহরের কালাইশ্রীপাড়ার গৃহিণী আয়েশা সিদ্দিকা বলেন, প্রতিবছর কুরবানির ঈদ ঘিরে তোজরুটি বানানোর পরিকল্পনা করে থাকি। ঈদের তিন থেকে চারদিন আগে চাল ভাঙিয়ে গুঁড়ি করা হয়। মূলত ঈদের পরদিন থেকে তোজ রুটি তৈরি করে পরিবারের সবাই মিলে খাওয়া হয়। মাংসের সঙ্গে খেতে খুবই মজাদার। 

নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের গৃহিণী মরিয়ম বেগম বলেন, সিদ্ধ আতপ চালের গুঁড়ি দিয়ে শতাধিক রুটি তৈরি করি। একদিন পর রুটিগুলো শক্ত হলে পরে চার/ পাঁচটা করে রুটি পানিতে ভিজিয়ে নরম করে মাটির তাওয়ায় ছেঁকে নেওয়া হয়। মূলত মাংসের সঙ্গে পরিবেশন করা হয় তোজ রুটি। কুরবানি ঈদ উপলক্ষ্যে পরিবার ছাড়াও আত্মীয়স্বজনের জন্য তোজরুটি বানানো হয়। 

শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার গৃহিণী মুক্তা আক্তার বলেন, ঈদের পরদিন থেকে টানা এক সপ্তাহ ধরে আমাদের ঘরে তোজরুটি খাওয়া হয়ে থাকে। মূলত এ রুটি সব সময় খাওয়া হয় না। ঈদের সময় মূলত এ তোজরুটি তৈরি করা হয়। নিমন্ত্রণে আত্মীয়স্বজনরা বাড়িতে এলে তোজ রুটি আর মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

বহুকাল ধরে ঈদ বা যে কোনো উৎসব-অনুষ্ঠানে এ জেলায় মেহমানদারির অনন্য উপকরণ তোজ রুটি।