চট্টগ্রাম
নতুন করে ৬ জনের করোনা শনাক্ত
জুন মাসে এখন পর্যন্ত মোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে
প্রকাশ: ১৯ জুন ২০২৫ ১৯:৪৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সকলেই নগরীর বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে মোট ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪টি ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের মধ্যে ১ জন; শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের মধ্যে ২ জন; মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের মধ্যে ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জনের তথ্যমতে, চলতি জুন মাসে এখন পর্যন্ত মোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭ জন জেলার (চট্টগ্রাম জেলার) এবং ৪৩ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
শনাক্তদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ২৩ জন এবং শিশু ১ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা অপরিহার্য। সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ জানানো হয়েছে।