সুবিধাবঞ্চিতদের ভাতা কার্যক্রমে আরও আন্তরিক হতে হবে: নিবাস রঞ্জন দাস
প্রকাশ: ১৯ জুন ২০২৫ ২২:৫৭

ছবি- সংগ্রহ
সুবিধাবঞ্চিত মানুষের জন্য সমাজসেবার কার্যক্রমে কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস।
তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ নানা ধরনের সেবা দিয়ে আসছে। এসব সেবা যেন উপকারভোগীদের কাছে আরও সহজে পৌঁছে—সেজন্য সমাজকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে ব্যাংক এশিয়ার বিভিন্ন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সমাজসেবা কর্মকর্তা ও কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এ প্রক্রিয়াকে আরও দক্ষ করতে ব্যাংক কর্তৃপক্ষকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বুধবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা সমাজসেবা মিলনায়তনে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা কার্যক্রম বাস্তবায়নে উদ্ভূত সমস্যা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল হক এবং সঞ্চালনা করেন সিলেট শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নাজিম উদ্দিন।
সেমিনারে উপকারভোগীরা তাদের ভাতা প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ব্যাংক এশিয়ার কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক (গ্রাহক সেবা) শাওন দাস, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, ব্যাংক এশিয়ার সিলেট এরিয়া প্রধান আব্দুস সালাম, জেলা ব্যবস্থাপক আল আমিন, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার মো. কামরুল ইসলাম, কানাইঘাট সমাজসেবা অফিসার মো. জিলানী।
এছাড়া পৌর সমাজকর্মী মো. সাহেদ আহমদ আরবী, সুব্রত বৈদ্য, আবু সুফিয়ান এবং বিভিন্ন ওয়ার্ড সচিবগণ—৬নং ওয়ার্ডের রিপন দেব, ১২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ১৭নং ওয়ার্ডের রাহাত খান লিমন, ২৩নং ওয়ার্ডের বিন্দু মজুমদার, ২৬নং ওয়ার্ডের আব্দুল মালেক, ২৭নং ওয়ার্ডের মো. আব্দুল্লাহ এবং ৩৮নং ওয়ার্ডের আবু হুরায়রা ফাত্তাহ—সেমিনারে অংশগ্রহণ করেন।
ব্যাংক এশিয়ার সিলেট জেলা পরিষদ এজেন্ট মো. জয়নাল আবেদীন, উপকারভোগী সালাউদ্দিন আহমেদ ও ফেরদৌসী ইয়াসমিন প্রমুখও আলোচনায় অংশ নেন।