
ছবি- সংগ্রহ
জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে ১১ সদস্যের সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। তবে সরকারিভাবে জারিকৃত প্রজ্ঞাপনে কমিটির নাম প্রথমে ‘সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা’ উল্লেখ করা হয়, এতে একজনও নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি, বলে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয় বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবীকে (পদাধিকারবলে)। সদস্য হিসেবে স্থান পান ক্রীড়া সংগঠক শাহজাহান আলী, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, কোচ রাহাত শামস, মো. মোকাম্মেল হক, সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান, ছাত্র প্রতিনিধি নাইম শেহজাদ ও ক্রীড়া সাংবাদিক এনামুল হক জুবের। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক মো. ফখরুজ্জামান।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী বিপুল তালুকদার বলেন, প্রথমে ভুল বশত 'মহিলা' কমিটি লিখা হয়েছিল। পরে তা সংশোধনী ্এসছে।