
ছবি: সংগ্রহ
সিলেটে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
শুক্রবার (২৭ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে পাঠানো নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় একজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আল হারামাইন হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে চিকিৎসা নিচ্ছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, জনসচেতনতা ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করলে সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব।