শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6645

surplus

প্রকাশিত

২৭ জুন ২০২৫ ২২:১২

অন্যান্য

করোনা

সিলেটে আক্রান্ত বেড়ে ২০

প্রকাশ: ২৭ জুন ২০২৫ ২২:১২

ছবি: সংগ্রহ

সিলেটে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (২৭ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে পাঠানো নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় একজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আল হারামাইন হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, জনসচেতনতা ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করলে সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব।