শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

6646

surplus

প্রকাশিত

২৭ জুন ২০২৫ ২২:৩০

অন্যান্য

আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়তে চান ডা. খালেদ মোহসীন

প্রকাশ: ২৭ জুন ২০২৫ ২২:৩০

সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে, আর্ত মানবতার পাশে দাঁড়াতে চিকিৎসকদের এমন এক মহতী আয়োজন যেন নবীগঞ্জের দিনারপুরে এনে দিলো নতুন এক আশার আলো।

শুক্রবার (২৭ জুন) দিনারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্পটি ছিলো মানবিকতা আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট-এর আয়োজনে এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও অ্যারিস্টোফার্মা লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী, সবাই বিনামূল্যে।

এই আয়োজনে রোগীরা শুধু ওষুধ বা পরামর্শ পাননি, পেয়েছেন আন্তরিকতা, পেয়েছেন আশ্বাস।

চিকিৎসাসেবায় অংশ নেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা, যাদের অনেকেই এসেছিলেন কর্মব্যস্ত শহর ছেড়ে, শুধুমাত্র গ্রামবাংলার মানুষের পাশে দাঁড়াতে।

সেবার পর্ব শেষে আয়োজিত হয় স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন বলেন, চিকিৎসা শুধু পেশা নয়, এটি একটি ব্রত। আমরা মানুষের পাশে থাকতে চাই, তাঁদের জন্য কিছু করতে চাই। এখানকার মানুষের চোখে যে প্রত্যাশা দেখেছি, তা আমাকে নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা আউশকান্দি এলাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল গড়ার স্বপ্ন দেখছি। দেশ-বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে প্রবাসীরা ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলে মিলে চেষ্টা করলে এটি শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসকবৃন্দ।

ক্যাম্পের অংশ হিসেবে ‘সন্ধানী’-র ফ্রি ব্লাড ক্যাম্পেইন স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।

অনেক রোগীর চোখে ছিলো কৃতজ্ঞতার অশ্রু।

আব্দুল আহাদ নামের এক রোগী বলেন, আজ চিকিৎসকরা শুধু সেবা দেননি, আমাদের ভালোবাসাও দিয়েছেন।