শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6756

opinion

প্রকাশিত

০১ জুলাই ২০২৫ ১৪:৫৮

আপডেট

০১ জুলাই ২০২৫ ১৫:৪২

মতামত

সিলেটে অনলাইন নিউজ পোর্টালের শুরুর কথা

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ১৪:৫৮

কোলাজ

সিলেটে তখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট হলেও কোনো অনলাইন নিউজ পোর্টাল হয়নি। তবে কারও কারও চিন্তা-ভাবনায় হয়তো ছিলো, যেমন ছিলো আমার; কিন্তু কোনো কূল-কিনারা পাচ্ছিলাম না। এমন কারও খোঁজ পাচ্ছিলাম না, যাকে দিয়ে ওয়েবসাইটটি তৈরি করাবো। নিজের তথ্য প্রযুক্তি জ্ঞান যেহেতু অত্যন্ত সীমিত সেহেতু অন্যের ওপর নির্ভর করা ছাড়া বিকল্প নেই। এই যখন অবস্থা ঠিক তখন একটা সুযোগ এসে গেলো। 

২০১০ সালের প্রথমার্ধ। ঢাকায় চ্যানেল আইর প্রতিনিধি সভায় দেখা বরিশাল প্রতিনিধি শাহীনা আজমীনের সঙ্গে। আলাপচারিতার একপর্যায়ে জানালেন, ‘বরিশাল নিউজ’নামে একটি অনলাইন নিউজ পোর্টাল করেছেন। চালাচ্ছেন নিজেই। অনুরোধ করলেন, দেখার জন্যে। কথার পিঠেই জিজ্ঞেস করে বসলাম, কাকে দিয়ে বানালেন। জানালাম, আমারও করার ইচ্ছে আছে। অনেকদিন ধরে খুঁজছি; কিন্তু ওয়েবসাইট বানানোর কাউকে পাচ্ছি না। জানালেন, রাজধানীর গ্রিনরোডে অবস্থিত একটি প্রতিষ্ঠান তাকে বানিয়ে দিয়েছে। সরাসরি বললাম, অনুষ্ঠান শেষে আমাকে সেখানে নিয়ে যাবেন। 

প্রতিনিধি সভা শেষ করেই সিএনজি অটোরিক্সা নিয়ে ছুটলাম গ্রিনরোড। একটি সাদামাটা ভবনের তৃতীয়তলায় ছোটখাটো একটি ঘর। শাহীনা আজমীন নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন হালকা-পাতলা গড়নের এক যুবকের সঙ্গে। এরপর তিনি তার পোর্টাল নিয়ে টুকটাক কথা বললেন। 

এবার আমার পালা। ভদ্রলোক স্বল্পভাষী। তবু বেশ উৎসাহ দিলেন। কথাবার্তা চললো। সর্বসাকুল্যে ১৫ হাজার টাকা খরচ চাইলেন। এর মধ্যে ৭ হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। অবশিষ্ট টাকা কাজ সম্পন্ন হওয়ার পর। এছাড়া মাসে মাসে সার্ভিস চার্জ আর বার্ষিক নবায়ন চার্জ তো আছেই। সবই নির্ধারিত-দরদামের সুযোগ নেই। অগত্যা রাজি হয়ে গেলাম। এভাবেই মৌখিক চুক্তি হলো যে, আমি সিলেট ফিরে নাম ঠিক করে অগ্রিম টাকাগুলো পাঠিয়ে দেবো। 

কথা শেষ। এবার ফেরার পালা। সিঁড়ি দিয়ে নামছি। নামতে নামতেই শাহীনা আজমীন হঠাৎ বলে উঠলেন, ভাই একটা সমস্যা আছে। জানতে চাইলাম। বললেন, এই ভদ্রলোককে সহজে পাবেন না। তার ল্যান্ডফোন নেই-মোবাইল ফোনও প্রায় সময় বন্ধ থাকে। তাই শুরুতেই সবকিছু ভাল করে বুঝে নিতে হবে। 

আৎকে উঠলাম। পা আর চলছে না। বললাম, আমি সিলেটে ইন্টারনেট ব্যবহারকারী প্রথম সাংবাদিক; কিন্তু এখনো ইন্টারনেট-অনলাইন তেমন বুঝিনা। প্রায়ই কারও না কারও সাহায্য নিতে হয়। সুতরাং সবকিছু একবারে বুঝে নেওয়া সম্ভব নয়। যখন তখন যোগাযোগের প্রয়োজন হবেই। আর যে মোবাইল বন্ধ রাখে তার সঙ্গে কিছু করারতো প্রশ্নই উঠেনা। অতএব বাদ-তাৎক্ষণিকই সিদ্ধান্ত নিয়ে নিলাম। বললাম, অন্য কারও সন্ধান করতে হবে, যার কাছে সাহায্য চাইলেই পাওয়া যাবে।

পরদিন সিলেট ফেরা। অনুসন্ধান শুরু, কাকে দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বানানো যায়। সময় যাচ্ছে আর আমার উদ্বেগ বাড়ছে, ব্যর্থ হয়ে যাই কি না এই ভাবনায়। কয়েকজনের সঙ্গে আলাপও হলো।

এমনি অবস্থায় একদিন জল্লারপারে আমার কার্যালয়ে এসে হাজির স্নেহভাজন সাংবাদিক আবুল কাশেম রুমন। সঙ্গে বেশ মোটাসেটা এক যুবক। মুখভর্তি চমৎকার দাড়ি। আবুল কাশেম রুমন পরিচয় করিয়ে দিলো, ‘কিবরিয়া ভাই’অর্থাৎ গোলাম কিবরিয়া। জানালো, ‘কিবরিয়া ভাই’ অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে পারেন। আমারটা করতে আগ্রহী। এ নিয়ে কথা বলতেই তাকে নিয়ে এসেছে।

প্রাথমিক আলাপ হলো গোলাম কিবরিয়ার সঙ্গে। এর সূত্র ধরে মহানগরীর উত্তর বাগবাড়ি এলাকায় বর্ণমালা পয়েন্টের কাছে তার পিএলএসএস (এখন ওয়েব নেস্ট) নামের প্রতিষ্ঠানে গেলাম আবুল কাশেম রুমনকে নিয়ে পরপর কয়েকদিন। নকশা পছন্দ করে দিলাম। নাম ঠিক হলো ‘বাংলা নিউজ আপডেট ডটকম’ আর স্লোগান ‘বিশ্বাসে মুক্তিযুদ্ধ নিশ্বাসে বাংলাদেশ’। যাতায়াত-যোগাযোগ চলতে থাকলো। এটা এরকম ওটা ওরকম করতে করতে এগিয়ে চললো প্রস্তুতি। ‘কিবরিয়া ভাই’ আমার প্রতিটি চাহিদাই পূরণের চেষ্টা করলেন খুবই ধৈর্য্য আর আন্তরিকতায়। একদিন পরীক্ষামূলক প্রচারও শুরু হয়ে গেলো। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১ আগস্ট। সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির আটতলায় আমাদের নতুন কার্যালয়ে সিলেটে প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ আপডেট ডটকম’উদ্বোধন করেন।