শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

6937

surplus

প্রকাশিত

০৫ জুলাই ২০২৫ ২২:২৮

আপডেট

০৫ জুলাই ২০২৫ ২৩:৪১

অন্যান্য

সিলেট

উল্টোরথে সাঙ্গ হলো মিলনমেলা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ২২:২৮

ছবি: রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রার রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রায় হাজারো ভক্ত- অনুরাগীর সমাগম ঘটে।  ভক্তদের উপস্থিতিতে এক বর্ণিল আবহ তৈরি হয়।

জগন্নাথদেব, বলদেব, সুভদ্রার রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

উল্টো রথযাত্রা শনিবার (৫ জুলাই) উদযাপনের মধ্য দিয়ে এই মহোৎসবের সমাপ্তি ঘটে।

সিলেটের ঐতিহ্যবাহী রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা নিয়ে গত ২৭ জুন শুক্রবার সমবেত হয়ে প্রথম রথযাত্রা মহোৎসব উদযাপন করা হয়। রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হয়।

শনিবার বিকেলে রথযাত্রা স্থানে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির ধর্মীয় ব্যবস্থাপনা সম্পাদক ওস্তাদ শ্রী নবকুমার সিংহের নেতৃত্বে গীত গোবিন্দ থেকে দশাবতার পাঠ, কীর্ত্তন ও আরতী পরিবেশন করা হয়।

রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে সিলেট মহানগরের রিকাবীবাজার প্রাঙ্গণে ৯ দিনব্যাপী জমজমাট মেলা বসে। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্যের পসরা বসে। রথযাত্রায় হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও আবালবৃদ্ধবণিতার স্বতঃস্ফূর্ত মিলন মেলা হয়।

সিলেটের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি দায়িত্ব পালন করেছে। সহযোগিতায় ছিল সিলেট সিটি কর্পোরেশন।

এবারও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি নানা পদক্ষেপ হাতে নেয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি রথ মন্দির থেকে আনা-নেওয়া করা হয়।

এবার রথযাত্রায় অংশগ্রহণকারী মন্দির ও দেবালয়গুলো হলো- শ্রীশ্রী কৃষ্ণবলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গমহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন); শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউরআখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালদিঘিরপাড়মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া,সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ কাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্কআশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার ও শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির, বহর নোয়াগাঁও, সিলেট ও শ্রীশ্রী মহাপ্রভুরআখড়া, ব্রাহ্মনশাসন, আখালীয়া সিলেট।