শিরোনাম
নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: ইকবাল হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ -মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে জাফলং এর অবৈধ বালু আটক করলেন গ্রামবাসী, ছাড়ালেন প্রশাসন! ৪৮ ঘণ্টার ধর্মঘট গড়ালো ৭২ ঘন্টায় বিএনপির পিছু নিয়েছে কুচক্রীমহল

https://www.emjanews.com/

6941

surplus

প্রকাশিত

০৫ জুলাই ২০২৫ ২৩:৩৫

আপডেট

০৫ জুলাই ২০২৫ ২৩:৩৭

অন্যান্য

সরকারী অনুমতি না পাওয়ায় চীন যেতে পারলেন না শাবি ও কুবির উপাচার্য

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ২৩:৩৫

ফাইল ছবি

চীনের আমন্ত্রণে উচ্চশিক্ষাবিষয়ক একটি সরকারি প্রতিনিধি দলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীর চীন সফর ঘিরে। এখনও পর্যন্ত সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় নির্ধারিত সময়ে তাদের সফরে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৭ জুলাই চীনে রওনা হওয়ার কথা ছিল শাবি উপাচার্যের। কুবি উপাচার্যেরও প্রতিনিধি দলে থাকার কথা থাকলেও জিও না পাওয়ায় দুজনেরই ভ্রমণ পরিকল্পনা এখন ঝুলে আছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলটি ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গঞ্জু অঞ্চলের পাঁচটি বিশ্ববিদ্যালয় সফর করবে। সফরের অংশ হিসেবে চীনা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন চুক্তিপত্র স্বাক্ষরের কর্মসূচি রয়েছে।

শাবি উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, “২৩ জুন আমি আবেদন করেছি। কিন্তু এখনো সরকারি অনুমোদন (জিও) পাইনি। আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি।”

কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “২৫ জুন আবেদন করলেও এখনো ছাড়পত্র মেলেনি। তাই আমার যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার জানান, “বৃহস্পতিবার আমরা জিওর জন্য প্রয়োজনীয় সামারি তৈরি করেছি। তবে এখনো চ্যান্সেলরের অনুমোদন না আসায় তা জারি করা যাচ্ছে না।”

সরকারি অনুমোদন না পেলে শেষ পর্যন্ত প্রতিনিধি দলের সঙ্গে এই দুই উপাচার্য চীনের উচ্চশিক্ষা সফরে অংশ নিতে পারবেন না-এমনটাই আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে।