
টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘ভর্তা পার্টি’ আয়োজন করা হয়।
রবিবার (৬ জুলাই) দুপুরে লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, কেয়ারার এবং টাওয়ার হ্যামলেটের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের ভর্তা, আলুচপ ও দেশীয় পদের সমন্বয়ে সাজানো এই আয়োজনে সবাই একসাথে মিলিত হয়ে খাবার উপভোগ করেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে কমিউনিটির নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।
এসময় তাঁরা বলেন, এ ধরনের আয়োজন কেয়ারারদের মানসিক সাপোর্ট ও সামাজিক বন্ধন আরও মজবুত করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে, যাতে টাওয়ার হ্যামলেটে বসবাস করা পরিবারের সদস্যরা আরও বেশি যুক্ত হতে পারেন এবং আনন্দ ভাগাভাগি করতে পারেন।