
ছবি: মায়মুনা আক্তার ময়না।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর মসজিদের ২য় তলা থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামে এক নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার মসজিদ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেমকে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত মায়মুনা আক্তার ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। গত শনিবার থেকে ময়না নিখোঁজ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের ২য় তলায় এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেমকে থানায় নিয়ে আসা হয়েছে। পিবিআইসহ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।