শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

7017

surplus

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ২৩:১৪

আপডেট

০৭ জুলাই ২০২৫ ২৩:১৬

অন্যান্য

সিলেট নগরীর ১৩টি এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২৩:১৪

ছবি: এআই জেনারেটেড

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নমূলক কাজ, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটবে।

সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ফিডার এবং ১১ কেভি ফিডারের ট্রান্সফরমার ও বিতরণ লাইনে জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের কথা জানানো হয়।

এ ছাড়া ফিডার লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছেঁটে ফেলার কাজও চলবে এ সময়।

এ জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, শিবগঞ্জ, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সেবাভোগীদের সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।