শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

7007

sylhet

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ২০:৫৩

সিলেট

দোয়ারাবাজার

অবৈধ বালু উত্তোলন: তিনজনকে কারাদণ্ড

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২০:৫৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

সোমবার (৭ জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের নেতৃত্বে নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা ও শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুনাইত্যা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড এবং একই গ্রামের উস্তার আলীর ছেলে আশিক আলীকে ও শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, 'অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও নদী থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'