
ছবি: সংগ্রহ
চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে শিরোপা লড়াই। ম্যাচে জোড়া গোল করেছেন সদ্য দলে যোগ দেওয়া হোয়াও পেদ্রো।
মাত্র সাত দিন আগে ব্রাইটন থেকে চেলসিতে নাম লেখান ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যোগ দেওয়ার পরপরই তাঁকে অন্তর্ভুক্ত করা হয় ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে। অভিষেক হয় পালমেইরাসের বিপক্ষে, যদিও সেখানে আলো ছড়াতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনান পেদ্রো। শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে একাদশে জায়গা পেয়ে করেন জোড়া গোল।
ফ্লুমিনেন্সের এই হারে থেমে গেল তাদের রূপকথার মতো ক্লাব বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে টানা ১৩ বার ফিফার ক্লাব পর্যায়ের শিরোপা ইউরোপে থাকাও নিশ্চিত হলো। সর্বশেষ ২০১২ সালে চেলসিকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স।
চেলসির সামনে এবার সেই পুরনো আক্ষেপ ঘোচানোর সুযোগ। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতের অপর সেমিফাইনালে মুখোমুখি হওয়া পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে বিজয়ী দল।