
ছবি: সংগ্রহ
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনালে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। একতরফা ম্যাচে ৪-০ গোলের জয় পায় ফরাসি ক্লাবটি।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে রিয়ালের বিপর্যয় আরও গভীর করে তারা। যদিও বিরতির পর আর গোল না খেয়ে রিয়াল কিছুটা স্বস্তি পেতে পারে, কিন্তু এমন বড় ব্যবধানে হার কিছুতেই হজম করা কঠিন।
ম্যাচে দুর্দান্ত খেলেছেন পিএসজির তারকা খেলোয়াড় হাকিমি। এক গোলের পাশাপাশি সতীর্থদের নিয়ে উদ্যাপনেও মাতেন তিনি। পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল পিএসজির দখলে।
এ হারের পর সমর্থকদের মধ্যে হতাশা থাকলেও, আরও বড় ব্যবধানে হারতে পারত, এই ভাবনায় হয়তো সামান্য স্বস্তি খুঁজছেন রিয়াল ভক্তরা।