শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7121

economics

প্রকাশিত

১০ জুলাই ২০২৫ ২০:৫৯

অর্থনীতি

বিসিক

উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ২০:৫৯

ছবি: সংগ্রহ

'বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যের নতুন ধারণা তৈরি হচ্ছে। যা সহজ সেবাপ্রাপ্তি ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখছে। আমরা এরকম বিশ্বমানের উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখি। যাদের নতুন নতুন চিন্তা ও উদ্যোগ বাংলাদেশ ছাড়িয়ে সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে। সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে সিলেট থেকে এমন উদ্যোক্তা গড়ে ওঠবে।'

বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট সদরে বাংলাদেশ শিল্প ও কুটির শিল্প কর্পোরেশ- বিসিকের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বাছিরপুরস্থ উম্মাহ ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

বিসিক সিলেট জেলা কার্যালয় উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উম্মাহ আপিল, ইউক-এর ফাউন্ডার ট্রাস্টি ও সিইও এবং ইমরান অ্যান্ড কোং সলিসিটরস-এর প্রিন্সিপাল সলিসিটর মুহাম্মদ ইমরান হোসেন।

আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিসিক সিলেটের প্রমোশন কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম সাগর, উম্মাহ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মু. মকছুদুল করীম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সলিসিটর মুহাম্মদ ইমরান হোসেন বলেন, একজন সফল উদ্যোক্তা হতে প্রচুর পরিশ্রম ও ধৈর্যের অধিকারী হতে হয়। বারবার হেরে গেলেও হাল ছাড়া যাবে না। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে এগিয়ে যাবেন সেটাই প্রত্যাশা।

বিসিকের উপ-মহাব্যবস্থাপক সুহেল হাওলাদার বলেন, শহর থেকে গ্রাম সর্বত্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিসিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানো গেলে ব্যবসা-বাণিজ্যে সফল হওয়া যাবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।