
ছবি: চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃ চা বাগান স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে স্বাগতিক ভাড়াউড়া চা বাগানকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে লালচান্দ চা বাগান।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগান মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
পরে ফাইনালে অংশ নেয়া দুটি দলকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
খেলায় প্রধান অতিথি ছিলেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহা-ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, শ্রীমঙ্গলের ব্যবসায়ী শের আলী হেলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।
এর আগে গত ২৩ মে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের ৩২ টি দল নিয়ে এই টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।
ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে তীব্র রোদ উপেক্ষা করে হাজারো মানুষের ভীড় জমে উঠে।