শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7158

surplus

প্রকাশিত

১১ জুলাই ২০২৫ ২১:৪৩

অন্যান্য

সিলেট

জটিল রোগে আক্রান্ত ১০০ জনকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ ২১:৪৩

ছবি: সংগৃহীত।

সমাজকল্যাণ মন্ত্রণালয়  ও  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর  উদ্যোগে  হাসপাতালের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে 'ক্যান্সার কিডনি লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার কর্মসূচির' আওতায় প্রথম ধাপে ১০০ জন  রোগীকে  চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি  ৫০ হাজার  টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'এই কর্মসূচির মাধ্যমে মোট ৫০০ জন রোগীকে আড়াই কোটি টাকা বিতরণ করা হবে। ইতিমধ্যে ৩৫০ জন রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তাদের চেক প্রদান শুরু হয়েছে। বাকি ১৫০ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান।'

সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক জানান, 'সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে বহনে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকে। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো ও ভরসা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা: মাহবুবুল আলম এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন৷ নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ধ্রুব দাস, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মুখলেসুর রহমান, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম, সহকারী অধ্যাপক ডাঃ ধ্রুব দাশ, সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক মো: আব্দুর রকিব, সমাজসেবা অফিসার জাহানারা বেগম।

সকলেই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী চিকিৎসা সংগ্রামে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।