শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7182

sports

প্রকাশিত

১২ জুলাই ২০২৫ ১৬:৩৯

খেলাধুলা

ঐতিহ্য

লাঠি খেলায় প্রাণ ফিরে পেল সরাইল

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ১৬:৩৯

ছবি- সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাক-ঢোল, কাঁসার ঝঙ্কার আর হাজারো দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজনে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাঠিয়াল দল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হয়। বাদ্যের তালে তালে লাঠি হাতে নানান কসরত দেখিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন লাঠিয়ালরা। কখনও প্রতিপক্ষের আঘাত ঠেকিয়ে, আবার কখনও পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ান তারা।

খেলার মাঠে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক দর্শক হারিয়ে যাওয়া শৈশব স্মৃতি আর লোকজ সংস্কৃতিকে আবারও কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এক দর্শনার্থী বলেন ,‘এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব আয়োজন আরও বড় পরিসরে করা সম্ভব হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি বলেন, ‘লাঠি খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে মিশে থাকা এক ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষা করতে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় শালিসকারক নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজান মিয়া।